Connect with us

জাতীয়

দেশে ফিরল নৌবাহিনীর ‘আবু বকর’

Published

on

lima missionস্টাফ রিপোর্টার:

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিউশন (লিমা)-২০১৫’ এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘আবু বকর’। মঙ্গলবার সকালে জাহাজটি চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছায়। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবিব জাহাজটিকে স্বাগত জানান।
অন্যদের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, পদস্থ নৌ কর্মকর্তা, প্রদর্শনীতে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ছয় দিনব্যাপী আন্তর্জাতিক এই সমরাস্ত্র প্রদর্শনীতে বানৌজা ‘আবু বকর’র অধিনায়ক ক্যাপ্টেন এম মাহমুদুল মালেক এর নেতৃত্বে ১৭ জন কর্মকর্তা, ১১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এবং ১৭২ জন নাবিকসহ সর্বমোট ২০০জন যোগ দেন। মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক কর্মকর্তারা অংশ নেন। মহড়ায় বিভিন্ন সেমিনারও অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবও অংশ নেন।
এর আগে মহড়ায় অংশ নিতে ‘আবু বকর’ গত ১২ মার্চ বাংলাদেশ ত্যাগ করে। জাহাজটি দেশে ফেরার পথে মায়ানমারের ইয়াংগুন বন্দরে দুই দিনের শুভেচ্ছা সফরে অংশ নেয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *