Connect with us

দেশজুড়ে

গাজীপুরে দেড় মাসে ৪৭ মোটরসাইকেল আটক, ১৩শ’ মামলা

Published

on

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে গত দেড় মাসে অবৈধ ও কাগজপত্রবিহীন ৪৭টি মোটরসাইকেল আটক এবং এ বিষয়ে এক হাজার তিনশ’ মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ।
গত কাল দুপুর সাড়ে ১২টায় গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১৬ ফেব্র“য়ারি থেকে শুরু হওয়া এ অভিযানে মোটরযান অধ্যাদেশের অধীনে গত ৩০ মার্চ সোমবার পর্যন্ত এই দেড় মাসে মোট এক হাজার তিনশ’ ২৭টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় কোনো নিবন্ধন বা এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় মোট ৪৭টি মোটরসাইকেল আটক করা হয়। সূত্র জানায়, গাজীপুর জেলার মোট ১০টি পয়েন্টে এ অভিযান চালাচ্ছে গাজীপুর ট্রাফিক বিভাগ। পয়েন্টগুলো হলো জয়দেবপুর চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, টঙ্গী বাজার বাসস্ট্যান্ড, চেরাগ আলী, কলেজগেট, মীরের বাজার, গাজীপুরা, চন্দ্রা, বোর্ডবাজার ও মুন্নুগেট। সাখাওয়াত হোসেন বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে মোটরসাইকেল ব্যবহার করে গাড়িতে আগুন দেওয়া, নাশকতা চালানো ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় এ বিশেষ অভিযান শুরু হয়। পাশাপাশি নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করা হয়েছে ৪৭টি। এতে গাজীপুরে মোটরসাইকেল ব্যবহার করে নাশকতা অনেকাংশেই রোধ করা গেছে বলে দাবি করেন তিনি। গত ২০১৩-১৪ অর্থবছরে মোটরযান আইনে মোট সাত হাজার চারশ’ ৬৮টি মামলা দায়ের করে গাজীপুর ট্রাফিক বিভাগ। এর মধ্যে ছয় হাজার ছয়টি মামলার নিষ্পত্তি হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে নিষ্পত্তিকরা মামলায় ট্রাফিক জরিমানা বাবদ রাজস্ব খাতে ৬৫ লাখ ৮৫ হাজার পাঁচশ’ টাকা জমা দেওয়া হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *