Connect with us

আন্তর্জাতিক

মিয়ানমারে শান্তিচুক্তি

Published

on

Myanmar-peace-talkআন্তর্জাতিক ডেস্ক:

৬০ বছরের দীর্ঘ গৃহযুদ্ধ অবশেষে পরিসমাপ্তির পথ খুঁজে পেতে চলেছে। বুধবার মিয়ানমারের সরকার এবং বিদ্রোহী নৃতাত্ত্বিক দলগুলোর মধ্যকার এক শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর, এমনটাই ভাবছেন দেশটির মানুষ। মিয়ানমারের রাষ্ট্রপ্রধান থেইন সেইন ও ১৬টি নৃতাত্ত্বিক দলের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বিগত এক বছ যাবৎ সরকার ও বিদ্রোহী পক্ষের আপোষকামী অংশের মধ্যকার আলোচনার ফসল। মায়ানমারের নাইপাঈদু শহরে এ শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেইন সেইন গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান, এনসিসিটি (সরকারি শান্তিরক্ষী কমিটি) ও ইউপিডব্লিউসি (বিদ্রোহী পক্ষী শান্তিরক্ষী কমিটি)-এর মধ্যকার এ শান্তিচুক্তির ফলে এবার দ্বিপক্ষীয় রাজনৈতিক আলাপে আসা সম্ভব হবে। আগামী নভেম্বর মাসের সাধারণ নির্বাচনকে সামনে রেখে এ শান্তিচুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *