Connect with us

দেশজুড়ে

পঞ্চগড় তেঁতুলিয়ায় চুরির দায়ে ৬ জন গ্রেফতার অতঃপর জেল হাজতে প্রেরণ

Published

on

ক্রাইম রিপোর্টার, তেঁতুলিয়া:  পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদর বিহারীপাড়া রোডে গত ১৯মার্চ রাত্রে রাফিত এন্টারপ্রাইজ এন্ড টেলিকম নামে একটি ইলেক্ট্রনিক্স দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে ২০মার্চ দোকান মালিক মো: হাফিজর রহমান ওরফে খোকন, পিতা আবুল হোসেন, গ্রাম খুনিয়াভিটা, বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় ৪৫৭ এবং ৪৬১ ধারায় একটি মামলা দায়ের করে, মামলা নং ১০। থানায় যোগাযোগ করে জানা যায় দায়েরকৃত মামলাটির আসামী অজ্ঞাত পরিচয় হিসাবে এন্ট্রি হয়। পরে পুলিশ সোহেল রানা, পিতা আবুল হোসেন গ্রাম মমিন পাড়া এবং মো: লিখন, পিতা মো: হজরত আলী, গ্রাম ডাঙাপাড়া, উভয়ের উপজেলা তেঁতুলিয়া কে সন্ধেহভাজন হিসাবে আটক করে। আটককৃত ২ জনকে গ্রেফতারের সময় চুরি যাওয়া প্যাকেট সহ একটি মোবাইল সেট জব্দ করে পুলিশ। সোহেল চুরির কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দী দেয়। আদালত সোহেলের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে সোহেল নিজে এবং অপর আসামীদের সম্পৃক্ততার কথা বিজ্ঞ আদালতে স্বীকার করে। সোহেলের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তার বাড়ী সংলগ্ন সুশীল চন্দ্রের পরিত্যাক্ত বাড়ী থেকে চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করে এবং সাব ইন্সপেক্টর মো: শাহীনুজ্জামান ও সাব ইন্সপেক্টর মো: মনিরুল ইসলামের নেতৃত্বে অপর আসামী মো: আতাউর রহমান, পিতা মো: বশির উদ্দিন, গ্রাম খুনিয়াভিটা, মো: বাসেত, পিতা মৃত আব্দুল জব্বার, গ্রাম পুরাতন বাজার, মো: নাজির হোসেন মিন্টু, পিতা মৃত তমিজউদ্দিন, গ্রাম ডাঙ্গিবস্তি এবং সফিকুল, মৃত মোল্লা মিস্ত্রি গ্রাম ডাঙ্গাপাড়া কে গ্রেফতার করে গত বুধবার আদালতে সোপর্দ করে। আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করে। আসামী মো: আতাউর রহমান এবং মো: বাসেত সংবাদ কর্মী হিসাবে সাংবাদিক সংগঠনের সাথে জড়িত বলে শোনা যায়। জানতে চাইলে সাংবাদিক সংগঠনের মো: সোহরাব আলী এ ব্যাপারে মন্তব্য করে বলেন যে মো: আতাউর রহমান এবং মো: বাসেত কে ইচ্ছাকৃত ভাবে ফাসানো হয়েছে। তেতুলিয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মো: খন্দকার আবু নোমান এনাম বলেন এদের কারনে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি তেঁতুলিয়া মডেল থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *