Connect with us

খেলাধুলা

এবারই আমাদের সামনে সেরা সুযোগ পাকিস্তানকে হারানোর: সাকিব

Published

on

s-9স্পোর্টস করেসপন্ডেন্ট:
বিশ্বকাপে অসাধারণ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে প্রথমবারেরমতো খেলেছে কোয়ার্টার ফাইনালে। যে কারণে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে যেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, ‘নিজেদের মাটিতে আমরাই এবার পাকিস্তানের চেয়ে ফেভারিট। এবারই আমাদের সামনে সেরা সুযোগ পাকিস্তানকে হারানোর।’ বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স সবারই নজর কেড়েছে। বিশেষ করে ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে বোলার রুবেল হোসেন, তাসকিন আহমেদ এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তোুজার লড়াকু মানসিকতা। অপরদিকে পাকিস্তান ছিল একেবারেই নড়বড়ে একটি দল। প্রথম দিকে তো মনে হচ্ছিল, এবারের বিশ্বকাপে তারাই সবচেয়ে বাজে দল। গ্রুপ পর্বের শেষ দিকে এসে ঘুরে দাঁড়ালেও, কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয় পাকিস্তান। একই সঙ্গে ওয়ানডে থেকে বিদায় ঘটেছে মিসবাহ-উল হক এবং শহিদ আফ্রিদিরও। এরপর পর যেন দলটি একটি ভাঙা হাঁট। এই দলটির বিপক্ষে তাই নিজেদেরকেই সেরা মনে করছেন সাকিব আল হাসান। ১৯৯৯ বিশ্বকাপে সেই যে পাকিস্তানকে একবার হারানো গিয়েছিল, এরপর আর তাদের বিপক্ষে জয় নেই বাংলাদেশের। ২০১২ এশিয়া কাপের ফাইনালে একেবারে শেষ মুহূর্তে এসে মাত্র ২ রানে হেরেছিল টাইগাররা। তবে, এবার নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ফেভারিট দাবি করে সাকিব বলেন, ‘আমরা এবার তাদের বিপক্ষে সিরিজ জিততে চাই।’ আজ বিকাল ৫টায় আইপিএল খেলার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব। যাওয়ার আগে নিজের বাসায় সাংবাদিকদের তিনি বলেন, ‘আইপিএলে খেলার অভিজ্ঞতা অবশ্যই পাকিস্তান সিরিজে দলের হয়ে কাজে লাগাতে পারবো। বিশ্বকাপের আগে বিগব্যাশে খেলে যেভাবে অভিজ্ঞতা অর্জন করেছি এবং সতীর্থদের মাঝে সেই অভিজ্ঞতা শেয়ার করেছি, এবারও তেমনটি করতে পারবো বলে আশা রাখি।’ আইসিসির প্রেসিডেন্ট পদ থেকে আ হ ম মোস্তফা কামালের পদত্যাগ বিষয়ে জানতে চাওয়া হলে, কোন মন্তব্য করতে রাজি হননি সাকিব। তবে, ১৯ মার্চ মেলবোর্নে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে সাকিব বলেন, ‘ওই ম্যাচে কী হয়েছে তা সবাই দেখেছে। তবে আমি বলব, মানুষ হিসেবে সবারই তো ভুল থাকতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে ক্রিস জর্দানের রান আউটটাও তো ৫০-৫০ ছিল। সেটা তো আমাদের পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল আম্পায়ার।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *