Connect with us

খেলাধুলা

দ্রাবিড়ের সতর্কবার্তা

Published

on

s-7স্পোর্টস ডেস্ক:
আইপিএল ফিক্সিং কেলেঙ্কারির উৎস তার দল। এ কারণেই ফিক্সিং নিয়ে তিনি যে বাড়তি সতর্ক হবেন, স্বাভাবিক। তিনি হচ্ছেন, রাজস্থান রয়্যালসের মেন্টর এবং কোচ রাহুল দ্রাবিড়। যিনি শনিবার সাফ বলে দিলেন, ২০১৩-র দুঃস্বপ্ন যাতে ফের মাথা না তোলে, তার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে রাজস্থান।
কিন্তু তার পাশাপাশি খেলোয়াড়দেরও একটা দায়িত্ব থেকে যায়। কোনও রকম সন্দেহজনক ব্যক্তি বা প্রস্তাবের থেকে সতর্ক থাকা তাদের দায়িত্ব। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে রাহুল দ্রাবিড় বলেন, ‘আইপিএলের সব নিয়ম আমরা কড়া ভাবে অনুসরণ করি। দুর্নীতিদমন শাখার যা নিয়ম আছে, সবই মাথায় রাখি আমরা। তা ছাড়া আমাদেরও নিজস্ব কিছু নিয়ম আছে। ফিক্সিংয়ের মতো ব্যাপার যাতে আবার না ঘটে, সেই চেষ্টার জন্যই এত কিছু করা।’ সঙ্গে দ্রাবিড় আরও যোগ করেন, ‘ম্যাচ ফিক্সিং আর স্পট-ফিক্সিং কেলেঙ্কারি থেকে আইপিএল কর্তৃপক্ষ একটা শিক্ষা তো পেয়েছেই। রাজস্থান রয়্যালস এখন খুব সতর্ক থাকে। এ রকম কেলেঙ্কারি যাতে আর না হয়, সে ব্যাপারে আমরা সব রকম চেষ্টা করব। তার সঙ্গে খেলোয়াড়দেরও সতর্ক থাকতে হবে।’ দু’বছর আগে স্পট ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শ্রীসান্থসহ রাজস্থানের আরও দুই ক্রিকেটার। সে কথা মনে করিয়ে দিয়েই দ্রাবিড়ের বক্তব্য, ‘পুরো ব্যাপারটা প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত ভাবেও সতর্ক থাকা উচিত।’ রাজস্থান যখন স্পট ফিক্সিং থামানোর কথা ভাবছে , দিল্লি ডেয়ারডেভিলসেরে অধিনায়ক জেপি ডুমিনি তখন ব্যস্ত টিম কম্বিনেশনে। প্রোটিয়া অলরাউন্ডারের দাবি, ‘বেশির ভাগ টিম প্রায় একই রয়েছে। ওরা জানে, কী ভাবে এগোবে। কিন্তু এটা আমাদের টিমের জন্য একটা সমস্যা।’ এসবের পরেও ভেঙে পড়তে নারাজ ডুমিনি। বলেছেন, ‘আমাদের পুরো ব্যাপারটার সঙ্গে খুব তাড়াতাড়ি মানিয়ে দিতে হবে? সেই সঙ্গে নিজেদের পারফরম্যান্সকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে হবে।’ গত আইপিএলের লাস্ট বয়দের টিমে এ বার ব্যাপক রদবদল? টিম কম্বিনেশন নিয়ে যে ভাবনা রয়েছে , সেটা লুকোচ্ছেন না ডুমিন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *