Connect with us

আন্তর্জাতিক

‘তিকরিতে আইএসের হাতে নিহত ১৭০০ সেনার গণকবর’

Published

on

1.+Iraqআন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের তিকরিত শহরে দেশটির নিহত সেনাদের গণকবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গণকবরগুলো ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে ধরা পড়ে নিহত হওয়া ইরাকের ১৭০০ সেনার। বিবিসি বলছে, গণকবরগুলো যে এলাকায় পাওয়া গেছে সেটির কাছেই যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি ক্যাম্প স্পেইসার ছিল। ইরাকের ফরেনসিকদল ১২টি গণকবর সনাক্ত করে লাশ উদ্ধার শুরু করেছে। সম্প্রতি শহরটি আইএস জঙ্গিদের দখলমুক্ত করেছে ইরাকি বাহিনী। ভয়াবহ ওই গণহত্যার শিকার ইরাকি সেনাদের অধিকাংশই ছিলেন শিয়া মুসলিম সম্প্রদায়ের। ইরাকি সেনা ও শিয়া আধাসামরিক বাহিনীর মিলিত অভিযানে তিকরিত আইএসের দখলমুক্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই গণকবরগুলো থেকে লাশ তোলা শুরু হয়েছে। ২০১৪ সালে তিকরিত দখলের পর এটি আইএসের সদরদপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তিকরিত পুনর্দখলের অভিযান শুরু হয় চলতি বছরের ২ মার্চ। প্রায় ৩০ হাজার যোদ্ধা এই অভিযানে অংশ নেয়। ইরাকি সেনাবাহিনী এখন আইএসের দখলে থাকা টাইগ্রিস নদীর তীরবর্তী উত্তরাঞ্চলীয় শহর মসুলের দিকে মনোযোগ দেবে বলে আশা করা হচ্ছে। মসুলে আইএসের অবস্থান বেশ শক্ত।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *