Connect with us

আন্তর্জাতিক

মিশরে দফায় দফায় হামলায় নিহত ১৩

Published

on

Egyptian troops in Cairoআন্তর্জাতিক ডেস্ক:

মিশরের সিনাই উপত্যকায় দফায় দফায় সন্ত্রাসী হামলায় দুই সৈন্যসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ডজন খানেক লোক। বুধবার (৮ এপ্রিল) সিনাইয়ের পৃথক তিনটি স্থানে মর্টার শেল ও মিসাইল নিক্ষেপ করে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালানো হয়। প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সিনাইয়ের উত্তরাঞ্চলে শেখ যুয়েইদ শহরের দক্ষিণে একটি আবাসিক এলাকায় মর্টার শেলের আঘাতে নয় বেসামরিক লোক নিহত হন। একই দিন এই এলাকার একটি গ্রামের একটি বাড়িতে মিসাইলের আঘাতে আরও দুই বেসামরিক লোক নিহত হন। আর সিনাইয়ের রাজধানী এল-আরিশে টহলরত একটি সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হলে নিহত হন দুই সৈন্য। ২০১৩ সালের জুলাইয়ে মিশরের গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী সরকারের নিয়ন্ত্রণে আসার পর থেকেই দেশটিতে সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *