Connect with us

জাতীয়

বিশ্বমানের কেন্দ্রীয় ব্যাংক হবে বাংলাদেশ ব্যাংক

Published

on

bangadesh bank picস্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ব্যাংককে বিশ্বমানের কেন্দ্রীয় ব্যাংকে রূপান্তরিত করার কাজ চলছে বলে জানিয়েছেন গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংককে বিশ্বমানের কেন্দ্রীয় ব্যাংকে রূপান্তরিত করার কাজ চলছে। ইতোমধ্যে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত একটি কৌশলগত কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের জাহাঙ্গীর কনফারেন্স হলে প্রি রিট্রেট প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, এক্ষেত্রে গত ৫ বছরের অর্জনগুলোকে সমন্বিত করে সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অধিক কার্যকর ভূমিকা রাখবে। এজন্য আগামী ৫ বছরের জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। এতে ওই কর্ম পরিকল্পনা আরো জোরদার হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *