Connect with us

দেশজুড়ে

লোহাগাড়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ

Published

on

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও বিশাল শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরস্থ মোস্তফা বেগম প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে লোহাগাড়া প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে এ সমাবেশ সম্পন্ন হয়।
সংগঠনের লোহাগাড়া উপজেলা কমিটির সভাপতি মাওলানা ইউছুপ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটর মহাসচিব আলহাজ্ব মো. মনছুর আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এইচ এম গোলাম খালেক। জনতা শাহপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ফার্মাস ব্যাংক লিঃ লোহাগাড়া শাখার ব্যবস্থাপক রাজিব হোসেন, চট্টগ্রাম প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইছহাক, সাতকানিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান ও ফটিকছড়ি কমিটির সভাপতি মো. জাহেদ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নিবন্ধনকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি সরকারিকরণে অবদান যুগ যুগ ধরে সুবিধাভোগী শিক্ষকরা স্মরণ রাখবে। অতীতে অনেক সরকারের পালাবদল হলেও একমাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারই দেশের ২৬ হাজার নিবন্ধনকৃত প্রাথমিক স্তরের বিদ্যালয়কে সরকারিকরণ করেছেন। এতে সংগঠনের অক্লান্ত পরিশ্রম ও আন্দোলনের মাধ্যমে এ বিশাল সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করে। তাই তিনি সুবিধাভোগী শিক্ষকদেরকে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *