Connect with us

ঢাকা বিভাগ

ভাঙ্গায় ফারুক হত্যার বিচারের দাবিতে ছাত্র-ছাত্রী ও জনতার বিক্ষোপ মিছিল

Published

on

SAM_1624ভাঙ্গা, (ফরিদপুর) প্রতিনিধি ঃ ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের ফারুক হত্যার বিচারের
দাবিতে শনিবার দুপুরে ছাত্র-ছাত্রী সহ প্রায় সহ¯্রাদিক সাধারন জনতা বিক্ষোপ মিছিল করেছে। মিছিলকারীদের স্লোগান ছিল,খুনী মামুনের ফাসি চাই।এছাড়াও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবী ছিল মিছিলের মূল বিষয়।
মিছিলে অংশ গ্রহনকারী কয়েকজন বলেন গত বৃহস্পতিবার দুপুরে পীরেরচর বাজারে বাহারার মামুন,রিপন খারদিয়ার বাবলু,আজিমদ্দিন শেখের ছেলে চুন্নু শেখ সহ ৮-৯ জন মিলে তালকান্দা গ্রামের শাহাবুদ্দিন ফকিরের ছেলে ফারুক ফকিরকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে।এ সময় ঘাতকদের চাকুর আঘাতে আক্তার খালাসী , জুয়েল ও পীরেরচর প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষিকা গৌরী রানী আহত হয়। এ ব্যাপারে মৃত্যু ফারুকের বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করে।বাদী অভিযোগ করেন তিনজন অপরাধীর নাম মামলার অওতায় আনা হচ্ছে না। এছাড়াও মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না।মিছিল কারীরা ঘাতক মামুনকে সাহায্য করার জন্য ফজলু মাষ্টারের বিচার দাবি করে। তাদের দাবী আসামীদের গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দিতে হবে। এ ব্যাপারে উক্ত মামলার আইও মজিবর রহমান বলেন বাদী এজাহারে যাদের নাম দিয়েছে আমরা তাদের নাম নথিভুক্ত করেছি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *