Connect with us

খেলাধুলা

চতুর্থ সর্বোচ্চ ডিসমিসালের অধিকারী এখন মুশফিক

Published

on

India+v+Bangladesh+ICC+Twenty20+World+Cup+SQXjc20XrtBxস্পোর্টস ডেস্ক:
শুক্রবার একমাত্র টি-২০ তে পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এদিন উইকেটের পেছনে দারুন এক রেকর্ড গড়েন মুশফিকুর রহিম। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখন টাইগার উইকেটরক্ষক চতুর্থ সর্বোচ্চ ডিসমিসালের অধিকারী। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে মুক্তার আহমেদকে স্ট্যাম্পিং ও শহিদ আফ্রিদির ক্যাচ ধরে এই রেকর্ড গড়েন মুশফিকুর রহিম। টি-২০ তে বাংলাদেশের এই টেস্ট অধিনায়কের ডিসমিসাল সংখ্যা ৩৬টি। সমান ৩৬টি ডিসমিসাল নিয়ে তারপর অবস্থান ধোনির। টি-২০ তে ৩৮ ইনিংসে মুশফিক ৩৬টি ডিসমিসাল করেন। এর মধ্যে ১৫টি ক্যাচ ধরেন ও ২১টি স্প্যাম্পিং করেন তিনি। ধোনির সমান ৩৬টি ডিসমিসাল থাকলেও তিনি মুশফিকের চেয়ে ১১ ম্যাচ বেশি খেলেন। তবে স্ট্যাম্পিংয়ের দিক থেকে মুশফিক দ্বিতীয় স্থানে রয়েছেন। ২১টি স্ট্যাম্পিং করেন তিনি। টি-২০ তে তার চেয়ে বেশি স্ট্যাম্পিং করেন কেবল পাকিস্তানের কামরান আকমল(৩২)। ২০ ওভারের ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড পাকিস্তানের কামরান আকমলের দখলে। ৫৩ ম্যাচে ৬০টি ডিসমিসাল করেন তিনি। এছাড়া দিনেশ রামদিন ৪৭ ও কুমার সাঙ্গাকারা ৪৫ ডিসমিসাল নিয়ে মুশফিকের ওপরে রয়েছেন। এখানে উল্লেখ্য, টি-২০ তে ডিসমিসালের দিক থেকে এবি ডি ভিলিয়ার্স (২৬), ব্রেন্ডন ম্যাককালাম (৩২) ও ব্রাড হাডিনরা (২৩) মুশফিকের চেয়ে পিছিয়ে রয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *