Connect with us

দিনাজপুর

বিরামপুরে নাগরিক সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Published

on

শাহ্ আলম মন্ডল, বিরামপুর, দিনাজপুরঃ

দিনাজপুরের বিরামপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরামপুর এডিপির স্পন্সরশীপ ম্যাানেজমেন্ট প্রকল্পের উদ্যোগে ২৭শে এপ্রিল সোমবার বেলা ১০টায় এডিপি অফিস হলরুমে নাগরিক সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্পন্সরশীপ ম্যানেজমেন্ট প্রকল্পের ম্যানেজার নরেশ মারান্ডির সঞ্চালনায় এ কর্মশালায় শিক্ষা প্রকল্পের ম্যানেজার আগস্টিন সরকার, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ম্যানেজার জেমস্ তপন মন্ডল, স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার টমাস লিংকন অধিকারী, ফুড এন্ড ইনকাম সিকিউরিটি প্রকল্পের অফিসার জয় বাবু রায় সমাজের বিশেষ করে শিশুদের উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমসমূহ তুলে ধরেন। এক্ষেত্রে সমাজের সচেতন নাগরিক এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের করণীয় দিকগুলো তুলে ধরা হয়।
প্রকল্প ম্যানেজার নরেশ মারান্ডি বলেন, শিশুদের অধিকার পূরণে সমাজের সকল শ্রেণীর -পেশার মানুষেরা এগিয়ে এলে শিশুরা আগামীতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সেজন্য তিনি সকলকে শিশুদের উন্নয়নে ্এগিয়ে আসার আহবান জানান। এতে বিরামপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিদ্যালযের শিক্ষক ও মান্যগণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *