Connect with us

জাতীয়

সিটি নির্বাচন থেকে বিএনপি’র সরে দাঁড়ানোর ঘটনায় ব্রিটিশ হাইকমিশনারের গভীর দুঃখ প্রকাশ

Published

on

2015-04-28_6_800612

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন আজ দুপুরে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো থেকে মাঝ পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সরে দাঁড়ানোর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক বিবৃতিতে তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, সকল রাজনৈতিক দলের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আজকের ঘটনায় প্রতিক্রিয়া দেখানো উচিত। এই সিদ্ধান্তের ফলে ঢাকা ও চট্টগ্রামে আজ রাতে এবং আগামী কয়েকদিন সহিংসতা বা বিঘœ সৃষ্টিকারী কোন ঘটনা ঘটবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনিয়মের সকল অভিযোগ দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত হওযা জরুরি উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, সকল ভোটারের গণতান্ত্রিক অধিকার হিসেবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা বাহিনীসমূহের দায়িত্ব।
যারা নির্বাচনে জিতবেন তাদের স্ব স্ব শহরের অধিবাসীদের প্রয়োজন এবং ইচ্ছা অনুযায়ী তাদের সেবা প্রদানের দিকে লক্ষ্য রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি ।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন এর আগে আজ সকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন । সেই সময় তিনি সাংবাদিকদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *