Connect with us

কুড়িগ্রাম

চারশত টাকা ধানের মন-হতাশায় কৃষক

Published

on

download (2)আব্দুল গণি, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরীতে প্রতিমন ধান ৪শ টাকা করে বিক্রি হচ্ছে। এক দিকে ধানের দাম কম, অপর দিকে কাল বৈশাখী ও কারেন্ট পোকার আক্রমনে ফসলের ব্যাপক ক্ষতি। সব মিলিয়ে কৃষকরা হতাশায় ভূগছেন। দফায় দফায় কাল বৈশাখী ও শিলা বৃষ্টির আঘাতে মাঠের ধান প্রায় ৫০ শতাংশ ক্ষতি হয়েছে। বিশেষ করে কালিগঞ্জ, নুন খাওয়া, ভিতরবন্দ, ব্যাপারীর হাট, পয়রাডাঙ্গা, শালমারা, বেরুবাড়ী, ওয়াব্দা বাজার, বামনডাঙ্গা, রুইয়ারপাড়সহ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুড়ে এ চিত্র দেখা যায়। বাকি অংশ যাতে আর ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য কৃষকরা বেশি মজুরী দিয়ে ধান কেটে ঘরে তুলতে ব্যস্থ হয়ে পড়েছেন। উপজেলার বিভিন্ন হাট-বাজারে নতুন ধান বিক্রি শুরু হয়েছে। বিঘা প্রতি প্রায় ৫হাজার থেকে ৬হাজার টাকা খরচ হয়েছে। ধানের দাম এ রকম থাকলে উৎপাদন খরচ তুলতে পারবে না কৃষক। সবাই তরি-ঘরি করায় বিঘা প্রতি ২হাজার করে ধান কেটে নিচ্ছেন। ফলে কৃষকরা আগামীতে সংসার খরচ যোগাবেন কী করে, আর আগামী আমন ধান চাষ করবেন কিভাবে এ চিন্তায় তাতের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ৩নং ওয়ার্ড এর কমিশনার প্রার্থী জামাল উদ্দিন বলেন,“ এবার বৈশাখ মাসের শুরুতেই বার বার কাল বৈশাখী ও শিলা বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ওপর ধানের দাম কম হওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন ধানের নেয্য মূল্যে ক্রয় করে কৃষকদের বাচান।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *