Connect with us

বিনোদন

ইরান চলচ্চিত্র উৎসবে সায়ন্তনী!

Published

on

বিনোদন ডেস্ক:
একমাত্র বাঙালি মুখ হয়ে ৩৩তম ইরানের ফজর আন্তর্জাতিক উৎসবে যাচ্ছেন বাঙালি মেয়ে সায়ন্তনী নন্দী। সায়ন্তনী নন্দী দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে। চলচ্চিত্র জগতে খুব একটা পরিচিত নন। চলচ্চিত্রাঙ্গনে প্রায় অপরিচিত সায়ন্তনী-ই ৩৩তম এফএজেআর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একমাত্র বাঙলার প্রতিনিধি। শর্ট ফিল্ম ‘ব্ল্যাক ডে’ খ্যাত ইরানিয়ান পরিচালক হাসান নজরের ডকু ফিল্ম ‘ইউটোপিয়া’য় অভিনয় করেছেন সায়ন্তনী। আর এই ছবির জন্যই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এই আন্তর্জাতিক উৎসবে। এমন আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেয়েও সায়ন্তনীর কণ্ঠে হতাশার সুর। আর হতাশা তো থাকারই কথা, এতো বড় উৎসবে সুযোগ পেয়েছেন, অথচ ভারতবাসী তাকেই চিনেই না। তাকে না চেনার কারণ হিসেবে সায়ন্তনী বলেন, ইরানিয়ান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া আমিই একমাত্র বাঙালি। অথচ একথা কেউ জানেই না। ভারতে কমার্শিয়াল ছবিই শুধু প্রচারের আলোয় থাকে। উল্লেখ্য, প্রতিবছর তেহরানে অনুষ্ঠিত হয় ইরানের বার্ষিক চলচ্চিত্র উৎসব এফএজেআর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই বছর উৎসবে অংশ নিচ্ছেন সারা বিশ্বের ৮০টি দেশের মোট ২০০ জন পরিচালক।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *