Connect with us

বিবিধ

কুড়িগ্রামে প্রথম পর্যায়ের চাল সংগ্রহ অভিযান সমাপ্ত

Published

on

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম:
সম্প্রতি কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য গুদামে প্রথম ধাপে ২৬শ’ মেট্রিক টন ইরি-বোরো চাল সংগ্রহ অভিযান সমাপ্ত হয়েছে। চলতি মাসের প্রথম দিন থেকে ইতোমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয় ধাপের চাল সংগ্রহ অভিযান। এ ধাপে আরো ৬শ’ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে জানা গেছে। এ অভিযান চলবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে চালের গুণগত মান নির্ধারণ করা হয়েছে ১৪ ভাগ আদ্রতা, ছোট ভাঙ্গা ২ ভাগ এবং বড় ভাঙ্গা ৮ ভাগ। নির্ধারিত গুণগতমান যাচাই করে চাল সংগ্রহ অভিযান অব্যাহত রাখা হয়েছে। প্রথম ধাপের চাল সংগ্রহের সময় সীমা ছিল গত ২৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত। উল্লেখ্য, এ বছর মোট ৬১টি তালিকাভুক্ত মিল-চাতাল মালিকের কাছ থেকে প্রথম এবং দ্বিতীয় ধাপের চাল সংগ্রহ করা হচ্ছে।
চাল সংগ্রহ অভিযান সম্পর্কে কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এ মৌসুমের অধিকাংশ দিনই আবহাওয়া অনুকূলে ছিল। ফলে চাল সংগ্রহ অভিযানে কোন ধরণের সমস্যা হয়নি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *