Connect with us

দেশজুড়ে

বেরোবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীর কারাদন্ড

Published

on

download (19)বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড হয়েছে। ভ্রাম্যমান আদালত তাদের দন্ডাদেশ প্রদান করেন। এর মধ্যে মঙ্গলবার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে প্রক্সি পরীক্ষা দিতে এসে দুইজনের কারাদন্ড হয়েছে। কারাদন্ডপ্রাপ্তরা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের ছাত্র মোঃ হাবিবুর রহমান। তাকে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এক বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মোজাম্মেল হকের পুত্র মাহফুজ ইসলামের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভেন্যুতে প্রক্সি পরীক্ষা দিতে এসে কক্ষ পরিদর্শকের হাতে ধরা পরে। পরে ভর্তি পরীক্ষা উপলক্ষে চলমান ভ্রাম্যমান আদালত এ রায় দেন।
অপরদিকে একই ইউনিটে প্রক্সি পরীক্ষা দিতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের ছাত্র আরিফুল ইসলাম কক্ষ পরিদর্শকের হাতে ধরাপরে। সে লাবিব নামে এক ভর্তিচ্ছুর হয়ে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় ভেন্যুতে প্রক্সি দিতে এসেছিলো। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৫ দিনের কারাদন্ড দেন।

বুধবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে অসদুপায় অবলম্বনের দায়ে কারমাইকেল কলেজ এর প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র ১ম বর্ষের ছাত্র সাদ্দাম হোসেনকে দন্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে রংপুর নগরীর লালবাগ এলাকার মোজাম্মেল হোসেন এর পুত্র। রংপুর সরকারী কলেজ ভেন্যুতে পরীক্ষা হলে মোবাইলে এসএমএস এর মাধ্যমে বাইরে থেকে উত্তর নিয়ে পরীক্ষা দিচ্ছিলো। কক্ষ পরিদর্শকের নজরে আসলে সে ধরাপরে। পরে ভ্রাম্যমান আদালত তাকে এ দন্ডাদেশ প্রদান করেন।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচারাল এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এর ছাত্র আব্দুল আওয়ালকে দন্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ১৫দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে চাঁদপুর জেলার কচুয়া থানার পালগিরি গ্রামের মোঃ কামরুজ্জামানের পুত্র। সে মোবাইল ফোনে উত্তর সংগ্রহকালে কক্ষ পরিদর্শকের হাতে ধরাপরে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *