Connect with us

খেলাধুলা

ব্রাডম্যানের পাশে ইউনুস

Published

on

স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একমাত্র টি-২০ তেও পাকিস্তানকে উড়িয়ে দেয় স্বাগতিক বাংলাদেশ। টেস্ট সিরিজে দারুণ কিছুর আশা নিয়ে মাঠে নেমেছিল মিসবাহ-উল-হকের দল। তবে প্রথম টেস্টে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের মহাকাব্যিক জুটির কল্যাণে ম্যাচ ড্র করে বাংলাদেশ। এমন অবস্থায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করতে নেমে ৫৮ রানে ২ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল সফরকারী পাকিস্তান। সেখান থেকে ওয়ানডে অধিনায়ক আজহার আলিকে নিয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নেন বর্ষীয়ান পাক তারকা ইউনুস খান। ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি করে কিংবদন্তী ডন ব্রাডম্যানের পাশে নাম লিখান তিনি। টেস্টে সমান ২৯টি সেঞ্চুরি নিয়ে ব্রাডম্যান ও ইউনুস খান একই সমান্তরালে রয়েছেন। ইউনুস খান পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ৫০’র ওপরে গড় নিয়ে ইতোমধ্যেই কিংবদন্তীদের কাতারে চলে গেছেন তিনি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ- এই চার ইনিংসেই ৫০ বা তার বেশি করে রান করেছেন তিনি, যা অনেক কিংবদন্তী ক্রিকেটারের পক্ষে সম্ভব হয়নি। এমনকি হোম ও অ্যাওয়ে ম্যাচের পাশাপাশি নিরপেক্ষ ভেন্যুতেও ৫০’র বেশি গড়ে রান করেছেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *