Connect with us

খেলাধুলা

আবারো শীর্ষ ধনী ক্লাব রিয়াল

Published

on

স্পোর্টস ডেস্ক:
টানা দ্বিতীয়বারের মত বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্লাবের মর্যাদা পেল ¯প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গতবারের চেয়ে পাঁচ শতাংশ অবনমন হলেও যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ফোবার্সের তালিকায় এ বছর ধনী ক্লাব রিয়াল। ২০১৩ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে হটিয়ে শীর্ষ স্থানে উঠে আসে ফ্লোরেন্টিনা পেরেজের দল রিয়াল। দলটির বর্তমান মূল্য দেখানো হয়েছে ২.৯ বিলিয়ন ইউরো। শীর্ষস্থানে উঠতে গ্যালাকটিকোরা পেছনে ফেলেছে ইউরো ২.৮ বিলিয়ন ইউরোতে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। ইউরোপের বর্তমান চ্যা¤িপয়নদের রাজস্ব আয় ৬৫৮ মিলিয়ন ইউরো। যা বিশ্বের যেকোনো ‘¯েপার্টস টিমের’ থেকে বেশি। এদিকে এ তালিকার শীর্ষ দুটি জায়গায় ¯প্যানিশরা আধিপত্য বজায় রাখলেও সেরা ২০ অবস্থানের আটটিতে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল। এ তালিকাটি করা হয় মূলত ক্লাবগুলোর স্টেডিয়ামের উপর আয়, আয়ের উপর কর ও ফুটবলারদের কেনা-বেচা উপর প্রাপ্ত আয় থেকে। রিয়াল ও বার্সার পরে সেরা দশে অন্য দলগুলো হলো যথাক্রমে, ম্যানচেস্টার ইউনাইটেড (২.৭৩বিলিয়ন), বায়ান মিউনিখ (২.০৭ বিলিয়ন), ম্যানচেস্টার সিটি (১.২১ বিলিয়ন), চেলসি (১.২০ বিলিয়ন), আর্সেনাল (১.১৫ বিলিয়ন), লিভারপুল (৮৬৬ মিলিয়ন), জুভেন্টাস (৭৩৮ মিলিয়ন) ও এসি মিলান (৬৮৩ মিলিয়ন)।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *