Connect with us

জাতীয়

আন্দোলনকারীদের ওপর হামলা, পুলিশের নায়েক সাময়িক বরখাস্ত

Published

on

borkhasthoস্টাফ রিপোর্টার:

বর্ষবরণের দিন নারী লাঞ্ছনাকারীদের বিচার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পুলিশের নায়েক মো. আনিসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিকেল সোয়া ৫টায় পুলিশের মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ডিসি জাহাঙ্গীর আলম জানান, নারী লাঞ্ছনাকারীদের বিচারের দাবিতে ডিএমপি কার্যালয় ঘেরাও করতে আসা আন্দোলনকারীদের লাঠিপেটার ঘটনায় নায়েব আনিসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি মিরপুর পিওএম এ (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) কতর্ব্যরত ছিলেন। গতকাল অতিরিক্ত ফোর্সের সঙ্গে তাকে আনা হয়েছিল। প্রসঙ্গত, বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনাকারীদের বিচারের দাবিতে গত রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাও করতে যান ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও হামলা চালায়। এ সময় পুরুষ পুলিশের লাথি-ঘুষি খেয়ে কয়েকজন ছাত্রীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *