Connect with us

খেলাধুলা

আবার শীর্ষে বাংলার সাকিব

Published

on

shakib

 ফের টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরিতে সবার ওপরে রয়েছেন তিনি। টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টিতেও সেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব।

৩৮০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের অলরাউন্ড ক্যাটাগরিতে সবার আগে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তার পরই রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ফিল্যান্ডার। তার রেটিং পয়েন্ট ৩৪১। এছাড়া ভারতের রবিচন্দ্রন অশ্বিনের রেটিং পেয়েন্ট ৩১৮ (তৃতীয়), অস্ট্রেলিয়ার মিচেল জনসনের রেটিং পয়েন্ট ২৯১ (চতুর্থ) এবং ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের রেটিং পয়েন্ট ২৫৯ (পঞ্চম)।

টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটেও শীর্ষে আছেন সাকিব (রেটিং পয়েন্ট ৩৭৮)। দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ (৩৬৪ রেটিং পয়েন্ট)।

এছাড়াও ওয়ানডে অলরাউন্ডার ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে রয়েছেন দুরন্ত ফর্মে থাকা বাঁহাতি এই ক্রিকেটার। তার রেটিং পয়েন্ট ৩৯৮। ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার তিকারত্নে দিলশান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *