Connect with us

খেলাধুলা

ইতিহাস গড়ার পথে বার্সেলোনা

Published

on

স্পোর্টস ডেস্ক:
গতবার মেজর কোনো ট্রফি জেতা ছাড়াই মৌসুম শেষ করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সবাই তখন কাতালান দলটির ‘টিকিটাকা’র মৃত্যু হয়েছে বলে ঘোষণা দিতে থাকেন। তবে লুইস এনরিক দলের দায়িত্ব নেয়ার বদলে যেতে থাকে বার্সা। পেপ গার্দিওলার স্বর্ণালি সময় ফিরিয়ে আনার চেষ্টা করছেন সাবেক এই স্প্যানিশ তারকা। রোববার অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগা শিরোপা জয় করে নেয় বার্সেলোনা। চলতি মৌসুমে ট্রেবল জয়ের পথে থাকা দলটিকে ইতিহাস হাতছানি দিচ্ছে যেটি এখনও কোনো ক্লাব করে দেখাতে পারেনি। প্রথম ইউরোপিয়ান ক্লাব হিসেবে একাধিকবার ট্রেবল জয় করার হাতছানি বার্সেলোনার সামনে। এজন্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাস ও কোপা ডেল রে’র ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে হারাতে হবে। ২০০৮-০৯ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বাদ পায় বার্সেলোনা। সেবার ডেকো, রোনালদিনহোর মতো সেরা তারকাকে বিক্রি করে দিয়েও বার্সাকে ট্রেবল জিতিয়ে বিশ্বকে চমকে দেন গার্দিওলা। মেসি, জাভি, ভিয়া ও ইনিয়েস্তাদের দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে কাতালানরা লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ জয় করে। ২০০৮-০৯ মৌসুমে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে থেকে লা লিগা জয় করে মেসির বার্সেলোনা। এছাড়া কোপা ডেল রে’র ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে পেপ গার্দিওলার দল। আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ট্রেবল জয় নিশ্চিত করে কাতালান দলটি। ছয় বছর পর লুইস এনরিকের অধীনে বার্সেলোনা ট্রেবল জয়ের পথেই রয়েছে। কাতালান দলটির দায়িত্ব নেয়ার প্রথম মৌসুমেই দুর্দান্ত কিছু করে দেখানোর অপেক্ষায় এনরিক। লিগ শিরোপা জয় করা মেসি-নেইমার-সুয়ারেজের দল ট্রেবল জয় থেকে আর মাত্র দুটি জয় (কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল) দূরে রয়েছেন। বার্সেলোনা-সহ মোট সাতটি ইউরোপিয়ান দল ট্রেবল জেতার গৌরব অর্জন করেছে। তবে কোনো দলই দুবার ট্রেবল জিততে পারেনি। ১৯৬৭ সালে স্কটিশ দল সেল্টিক প্রথম দল হিসেবে ট্রেবল জয়ের স্বাদ পায়। সেবার তারা স্কটিশ ফুটবল লিগ, স্কটিশ কাপ ও ইউরোপিয়ান কাপের শিরোপা জেতে। পাঁচ বছর পর নেদারল্যান্ডের দল আয়াক্স দ্বিতীয় দল হিসেবে ট্রেবল জয় করে। সেবার ডাচ দলটি ডাচ লিগ, ডাচ কাপ ও ইউরোপিয়ান কাপ জয় করে। এরপর ১৯৮৮ সালে দ্বিতীয় ডাচ দল হিসেবে ট্রেবল জয়ের স্বাদ পায় পিএসভি ইন্ডোভেন। সেবার গাস হিডিঙ্কের দল ডাচ লিগ, ডাচ কাপ ও ইউরোপিয়ান কাপ জয় করে। ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ট্রেবল জয় করে। অ্যালেক্স ফার্গুসনের দল আধুনিক ফুটবলের প্রথম দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়ে। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয় করে ট্রেবল শিরোপা জয় করে রেড ডেভিলরা। এর ১০ বছর পর পেপ গার্দিওলার বার্সেলোনা প্রথম স্প্যানিশ দল হিসেবে ট্রেবল জয় করে। বার্সার দায়িত্ব নেয়ার প্রথম মৌসুমেই মেসিদের ট্রেবল শিরোপা উপহার দেন গার্দিওলা। এক বছর পর ট্রেবল জয়ের স্বাদ পায় ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। সিরি আ, ইতালিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে ট্রেবলের হাসি হাসে হোসে মরিনহোর দল। সেবার ইন্টারকে ট্রেবল জিতিয়ে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা কোচের কাতারে চলে আসেন চেলসির বর্তমানস কোচ মরিনহো। বায়ার্ন মিউনিখ সর্বশেষ দল হিসেবে ২০১২-১৩ মৌসুমে ট্রেবল জয়ের রেকর্ড গড়ে। সেবার ইয়ুপ হেইকিন্সের দল বুন্দেসলিগা, জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে ট্রেবলের স্বাদ পায়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *