Connect with us

খেলাধুলা

আবারও শচিন-সৌরভ জুটি

Published

on

স্পোর্টস ডেস্ক:
একটা সময় বিশ্বের যেকোন বোলিং লাইন আপের জন্য তারা ছিলেন ত্রাসের মত। ওপেনিংয়ে নেমে কাঁপুনি ধরিয়ে দিতেন বোলারদের বুকে। তারা হলেন
শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি। এবার আবারও জুটিবদ্ধ হতে যাচ্ছেন তারা। তবে, ক্রিকেট মাঠে নয়। শচিন রমেশ টেন্ডুলকার প্রস্তাবিত বৈপ্লবিক টি-টোয়েন্টি লিগে নাম লিখিয়ে ফেললেন সৌরভ গাঙ্গুলী। মঙ্গলবারই সৌরভের কাছে নতুন এই টি-টোয়েন্টি লিগের ফর্ম এসে পৌঁছায়। সৌরভ সম্মতি দিয়ে তাতে সইও করে দেন। যার মানে আবার ব্যাট-প্যাড-গ্লাভসের পৃথিবীতে আবির্ভাব ঘটতে চলেছে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের। আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল থেকে সরে যাওয়ার পর আবার। এখানেই শেষ নয়। ক্রিকেটমহলের জল্পনা সত্যি হলে, সৌরভ শুধু নন। সচিন-ওয়ার্ন প্রস্তাবিত লিগে ভারতীয় ক্রিকেটের আরও বেশ কয়েক জন মহাতারকাকে দেখা যেতে পারে। যেমন রাহুল দ্রাবিড়, যেমন ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে। অবসরপ্রাপ্ত বিদেশি ক্রিকেটারদের মধ্যেও বেশ কিছু পরিচিতকে দেখতে পাওয়ার সম্ভাবনা। ব্রায়ান লারা, রিকি পন্টিং, ম্যাথু হেডেন, অ্যালান ডোনাল্ড, ব্রেট লি, মাহেলা জয়বর্ধনে’ প্রচুর নাম শোনা যাচ্ছে। জয়বর্ধনে এবং লি-র ঘনিষ্ঠদের কেউ কেউ প্রস্তাব আসার কথা প্রকাশ্যে বলেও দিয়েছেন। আপাতত যা খবর, তাতে মোট আঠাশ জন অবসরপ্রাপ্ত ক্রিকেটারের সঙ্গে কথা বলা হচ্ছে। আগামী সাড়ে তিন বছর ধরে চলবে টুর্নামেন্ট। প্রথম পর্বের জন্য ভাবা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলিস, নিউ ইয়র্কের মতো গোটা কয়েকটা শহর। এখনও পর্যন্ত খসড়া যা, তাতে আগস্ট-সেপ্টেম্বর নাগাদ টুর্নামেন্টের প্রথম পর্ব হতে পারে। দু’টো টিমে নাকি ক্রিকেটারদের ভাগ করা হবে। আগামী দু’বছরে আটটা ম্যাচ করার পরিকল্পনা করা হয়েছে। ঘটনা হল, আদতে এগুলো প্রদর্শনী ম্যাচ হলেও আইসিসির অনুমোদন এর লাগবে। আইসিসি জানিয়েও দিয়েছে যে, এমন লিগের কথা এখনও পর্যন্ত তারা শুনেছে মাত্র। সরকারি ভাবে তাদের কিছু বলা হয়নি। প্রস্তাব এলে আইসিসি ভেবে দেখবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *