Connect with us

জাতীয়

শিক্ষার গুণগত মান নিশ্চিত হয়নি -ইউজিসি চেয়ারম্যান

Published

on

চট্টগ্রাম ব্যুরো:
দেশের স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা যায়নি বলে মন্তব্য করেছেন ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান। ফলে মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ পিছিয়ে রয়েছে বলেও মনে করেন তিনি।
গতকাল দুপুরে চট্টগ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উচ্চ শিক্ষায় আমাদের বড় অর্জন আছে। তবে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার গুণগত মান নিশ্চিত করা যায়নি। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে না পারাকে বড় সমস্যা উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, “পার্শ্ববর্তী দেশ ভারতের শিক্ষার্থীরা যে উচ্চতায় চিন্তা করে আমাদের দেশের শিক্ষার্থীরা সেটা পারে না। কারণ আমরা শিক্ষার মান বজায় রাখতে পারছি না।” বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় এ সংবর্ধনা সভার আয়োজন করে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহির আহমেদ রতন, প্রতিষ্ঠাতা সভাপতি একেএম এনামুল হক শামীম বক্তব্য রাখেন। উচ্চ শিক্ষায় বাংলাদেশে সংকট না থাকলেও কিছু সমস্যা রয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে তিনি বলেন, যে হারে বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থী বাড়ছে তাতে জায়গার সমাধান করা একটি বড় সমস্যা। তিনি জানান, স্বাধীনতার পর মোট ৬টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিল ৩০ থেকে ৩৫ হাজার। বর্তমানে ১২০টি বিশ্ববিদ্যালয়ে অন্তত ৩০ লাখ শিক্ষার্থী রয়েছে। ভারত ও চীন মানবসম্পদকে কাজে লাগিয়ে পরাশক্তিতে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারত বর্তমানে বিশ্বের চতুর্থতম অর্থনৈতিক পরাশক্তি। তবে তাদের এ উত্থান বেশি দিনের নয়। আমাদেরও এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। “স্বাধীনতার ৪০ বছর পর দেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। অন্তত ৩০ শতাংশ ফসলি জমি কমেছে। এরপরও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই শিক্ষার ক্ষেত্রেও আমরা যুগান্তকারী পরিবর্তন ঘটাতে পারি।” তবে এজন্য সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন আবদুল মান্নান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *