Connect with us

বিনোদন

আইফা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন সুভাষ ঘাই

Published

on

বিনোদন ডেস্ক:
আইফা লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার পেতে চলেছেন অসংখ্য জনপ্রিয় ছবির পরিচালক সুভাষ ঘাই। আগামী ৫ জুন ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি’ (আইফা)-র পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে চলেছে কুয়ালালামপুরে। সেখানেই এই পুরস্কারে সম্মানিত করা হবে সুভাষ ঘাইকে। সত্তর বছর বয়সী এই চিত্র পরিচালকের ঝুলিতে রয়েছে বেশ কিছু অনবদ্য ছবি। তার মধ্যে উল্লেখযোগ্য ‘কালীচরণ’, ‘কর্জ’, ‘হিরো’, ‘রাম-লক্ষণ’, ‘তাল’ প্রভৃতি। ‘আইফা’র মুখপাত্র আন্দ্রে টিম মিন্স জানিয়েছেন, ভারতীয় চলচ্চিত্রে এই মহান চিত্রপরিচালকের অবদান অপরিসীম। অনেক নবীন প্রতিভাকে খুঁজে বের করে ছবিতে সুযোগ করে দিয়েছেন তিনি। তাই তাকে এই বিশেষ সম্মাননাটির জন্য মনোনীত করা হয়েছে। পুরস্কারটি তার হাতে তুলে দেবেন তারই ব্লকবাস্টার ছবি ‘রাম লক্ষণ’ ও ‘হিরো’-র মুখ্য অভিনেতা অনিল কাপূর ও জ্যাকি স্রফ। উল্লেখ্য, এই মানুষটি রুপোলি দুনিয়ায় তার যাত্রা শুরু করেন ছোট্ট একটি পার্শ্ব চরিত্রে অভিনয় দিয়ে। এরপরই প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে বিধাতা (১৯৮২), কর্ণ (১৯৮৬) এবং সওদাগর ছবিতে কাজ করার সুযোগ পান তিনি। এরপর চলতে থাকে তার শিল্পকর্ম, যা সমৃদ্ধ করেছে ভারতীয় সিনেমার জগতকে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *