Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্ব শত্রুতার জেরে ১৬ শতক জমির পাটক্ষেত উপড়ে ফেলেছে সন্ত্রাসীরা

Published

on

SAMSUNG DIGITAL CAMERA

নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের  নাগেশ্বরীর মমিনগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হোসেন আলীর ১৬ শতক জমির পাটক্ষেত উপড়ে ফেলেছে প্রতিপক্ষরা। গত ৬ই জুন গভীর রাতে একই এলাকার মূনাল কান্তি (দিপক) ও তার ভাই দিলীপ চন্দ্রসহ ৭/৮ জনের একটি গ্রুপ হোসেন আলীর বর্গাকৃত ১৬শতক জমির পাট ক্ষেত উপড়ে ফেলে। এ ব্যাপারে বর্গা চাষী আব্দুর রশিদ নাগেশ্বরী উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নাগেশ্বরী থানায় একটি অভিযোগ করেছে।

জানা গেছে, ১৪১৭ দাগে ১৬শতক জমি দীর্ঘদিন থেকে হোসেন আলী দখল ভোগ করছে। এরই মধ্যে মৃতঃ মনমোহন মাষ্টার এর পুত্র মূনাল কান্তি ও দিলীপ চন্দ্র একটি মিথা মামলা করে জমিটি বিভিন্ন ভাবে দখলে নেওয়ার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৬ই জুন গভীর রাতে মূনাল কান্তি ও তার ভাই দিলীপ চন্দ্রসহ ৭/৮ জনের একটি গ্রুপ হোসেন আলীর বর্গাকৃত জমির পাট ক্ষেতটি নষ্ট করে বিপুল পরিমান ক্ষতি করে। অপরদিকে মূনাল কান্তিগং উক্ত জমির উপর কোটে একটি মামলা করে। মামলাটি সরেজমিন তদন্তের জন্য নাগেশ্বরী সহকারী কমিশনার (ভুমি) এর উপর দায়িত্ব দেওয়া হয়। তদন্তের প্রতিবেদনটি তাদের পক্ষে নেওয়ার জন্য এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে এই গ্রুপটি। এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *