Connect with us

দেশজুড়ে

লালমনিরহাটে রমজানের শুরুতেই খাদ্য পন্যের দাম বৃদ্ধি

Published

on

লালমনিহাট প্রতিনিধি: 

পবিত্র রমজান মাসের শুরুতেই লালমনিরহাটে সব বাজারে সব ধরনের খাদ্দ্য পন্যের দাম বৃদ্ধি পেয়েছে। যদিও এমনটি হওয়ার কথা ছিল না কথা ছিল রোজার মাসে কোন খাদ্য পন্যের দাম বাড়ছে না সরকারের মন্ত্রীসহ বড় বড় ব্যাবসায়ী নেতারা এ পতিশ্রতি দিয়েছিলেন। কিন্তু সে প্রতিশ্রতি রক্ষা করা সম্ভব হয় নি।

এক শ্রেণীর কিছু অসাধু ব্যবসায়ী রোজার প্রথম দিনেই বেশ কিছু খাদ্য পন্যের চাহিদা বেড়ে যাওয়ায় সে সব খাদ্য পন্যের দাম বৃদ্ধি করা হয়েছে। রমজানের প্রথম দিনেই বেশি বেড়েছে সবজীর দাম বাজারের উর্দ্ধমূখী দামে অসন্তুষ্ট ক্রেতারা তারা বলেছেন রমজানের প্রথম দিন থেকে প্রতিটি পন্যের দাম উল্লেখ যোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা বলেন প্রশাসনের মনিটরিংয়ের অভাবে এমন্টি হচ্ছে। এদিকে খুচরা ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। বাজার মনিটরিংয়ে প্র্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহবান জানিয়েছেন ক্রেতারা। গতকাল শুক্রবার লালমনিরহাটে বিভিন্ন বাজারে মাছ মাংশ পিয়াজ,রসুন, আদা, কাচামরিচ, আলু, বেগুন, টমেটো, শসা,ধনিয়াপাতা,ও বেলুর দামও বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ইফতারি তৈরিতে ব্যবহত বিভিন্ন পন্যের দাম বেড়ে গেছে। এই বৃদ্ধির হার কেজিতে ৫ থেকে ১০ টাকা লালমনিরহাটে গোশালা বাজার বি ডি আর হাট, নয়ার হাট, সেনা মৈত্রী বাজার , কলেজ বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগী ১৫০/- দেশী মুরগী ৩০০-৩৫০/- গরুর মাংস ৩৪০/- খাশির মাংস ৪৫০/- ইলিশ মাছ(বড়)১২০০/- ছোট ইলিশ (৫০০) রুই মাছ ২৪০/- কাতল মাছ ২৮০/- বৈরালী (বড়) ৪০০/- শিং মাছ ৫০০/- থেকে ৬০০/- টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম বেড়েছে কেজিতে ২-৩টাকা বেড়েছে, বেগুন ৪০-৫০/- , কাঁচামরিচ বিক্র হচ্ছে ৪০-৫০/- আদা ১৬০/-, লেবু ১৫-২০/ (হালী) হারে বিক্রি হচ্ছে বলে জানা যায়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *