Connect with us

দেশজুড়ে

খাইরুল ইসলামের অবিশ্বাস্য আবিষ্কার অটো ফিউজ

Published

on

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এলাকার শহিদুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম। খাইরুল ইসলামের বাবা একজন কৃষক। ভেড়ামারা বিজিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র খাইরুল ইসলাম। খাইরুল ইসলাম নিজের একক প্রচেষ্টায় বৈদ্যুতিক জগতে অবিশ্বাস্য আবিষ্কার করেছে। আবিষ্কারের নাম অটো ফিউজ। সরকারের সহযোগিতা পেলে আগামীতে জ্বালানি ও গ্যাস ছাড়া বাতাসের মাধ্যমে একটি পরিবারের জন্য বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে জানান।
ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এলাকার ক্ষুদে বিজ্ঞানী খাইরুল ইসলাম জানান, অটো ফিউজটি ইলেকট্রিক সার্কিট। বিদ্যুৎচালিত মোবাইল ফোনের দ্বারা চালু ও বন্ধ করা যাবে। অটো ফিউজে ব্যবহৃত সার্কিটে দুইটি মোবাইলের সিম রয়েছে। মোবাইল সিমে সেভকৃত মোবাইল নন্বর থেকে ১নং সিমে কল করলে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে বৈদ্যুতিকযন্ত্রকে চালু করে। ২নং সিমে কল করলে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে বৈদ্যুতিকযন্ত্রটি বন্ধ হবে। অটো ফিউজটি তৈরির উদ্দেশ্য হলো- বিদ্যুৎচালিত সকল যন্ত্রপাতি প্রয়োজন মত যে কোন স্থান থেকে মোবাইলের দ্বারা চালু বা বন্ধ করা। একদিকে সময় ও শ্রম বাঁচবে অপরদিকে বিদ্যুৎ সাশ্রয় হবে। অটো ফিউজটি ব্যবহার করলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে মেশিনটি অটোভাবে বন্ধ হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিবে। মেশিনটি সচল রাখতে খুব সামান্য পরিমাণ বিদ্যুৎ খরচ হবে। ৫ ওয়ার্টের বালভ জ্বালাতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তার চেয়ে কম খরচ হবে মেশিনটি চালু থাকলে। সরকারি বা বেসরকারিভাবে কেউ সহযোগিতা করলে জ্বালানি ও গ্যাস ছাড়া বাতাসের মাধ্যামে একটি পরিবারের জন্য বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে তিনি জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *