Connect with us

জাতীয়

নিম্ন মধ্যম আয়ের দেশের সুফল পেতে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জরুরী : পরিকল্পনা মন্ত্রী

Published

on

স্টাফ রিপোর্টার : রিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিম্ন মধ্যম আয়ের দেশের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে অর্থবহভাবে পৌঁছে দিতে বিরোধী দলগুলোকে হানাহানিমুক্ত রাজনীতি করার আহবান জানিয়েছেন।  তিনি শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সে আইসিটি মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। অর্থনীতিকে আরো বেগবান করতে সবচেয়ে বেশি প্রয়োজন ভ্রাতৃত্ববোধ। দেশের মানুষের মধ্যে একে অপরের প্রতি গভীর মমত্ববোধ গড়ে তুলতে হবে। এখন থেকে আর কোন হানাহানি নয়।  তিনি বলেন, আজকের দিনে অর্থনীতি এগিয়ে যাওয়ার নিয়ামকগুলোই রাজনীতিকে পরিচালিত করে। রাজনীতিকে এখন অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার হিসেবে কাজ করতে হয়।

নিম্ন মধ্যম আয়ের দেশ হওয়ার পিছনের বাংলাদেশের সব মানুষের অবদান রয়েছে উল্লেখ করে আ হ ম মুস্তফা কামাল বলেন, এ অর্জন দেশের সব মানুষের অংশীদারিত্বের মাধ্যমেই হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে আইসিটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ারসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *