Connect with us

বিবিধ

আইওএস ৯ এর পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত

Published

on

প্রযুক্তি ডেস্ক : প্রথমবারের মতো আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা আইওএসের পরীক্ষামূলক সংস্করণ ডাউনলোড করে ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আইওএস ৯ এর বেটা সংস্করণে এই সুযোগ রেখেছে অ্যাপল। এখন আইওএস ৯ পেতে সাইন ইন করলেই তা ব্যবহার করে দেখার সুযোগ পাবেন আগ্রহীরা। এই সংস্করণটি পেতে (https://beta.apple.com/sp/betaprogram) এই লিংকটিতে যেতে হবে।

অবশ্য এই সংস্করণটি ব্যবহারে সতর্ক থাকতে বলেছে অ্যাপল। কারণ এটি পরীক্ষামূলক সংস্করণ হওয়ায় এতে বাগ বা ত্রুটি থাকতে পারে এবং বিভিন্ন ‘এরর’ বার্তা দেখাতে পারে। তাই যে যন্ত্রটি দরকারি হিসেবে সব সময় ব্যবহার করেন সেটিতে আইওএস ৯ বেটা সংস্করণ ইনস্টল করা ঠিক হবে না। পুরোনো কোনো আইফোন বা আইপ্যাড থাকলে তাতে পরীক্ষা করে দেখা যেতে পারে।

নতুন আইওএসে কী আছে? আইওএসের নকশার সঙ্গে নতুন ওএসের যথেষ্ট মিল রয়েছে। তবে ফন্ট পরিবর্তন করেছে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, আইওএস ৯ এর বেটা সংস্করণে বেশ কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে সেলফির জন্য আলাদা অ্যালবাম, উন্নত সিরি সফটওয়্যার, নিউজ অ্যাপের মতো ফিচারগুলো গুরুত্বপূর্ণ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *