Connect with us

আন্তর্জাতিক

বিশ্বের সর্বোচ্চ বাঁধ নির্মিত হচ্ছে চীনে

Published

on

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের প্রমত্তা ইয়াংঝি নদীর একটি শাখা নদীর ওপর নির্মিত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ বাঁধ।  শুয়াংলিয়ানখো জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির লক্ষ্যে ৩১৪ মিটার (১০৩০ ফুট) উচ্চতার এ বাঁধটি নির্মাণ কাজ শুরু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয় । নির্মাণ শেষ হলে এটি হবে বিশ্বের সর্বোচ্চ বাঁধ।

রাষ্ট্র নিয়ন্ত্রিত বিদ্যুৎ কম্পানি গোওতিয়ান গ্রুপের অর্থায়নে তাতু নদীর ওপর বাঁধটি নির্মাণ করা হবে। নির্মাণ শেষ হবে ২০২২ সালে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৬০০ কোটি ইউয়ান (৫৮০ কোটি ডলার বা ৪৫,২০০০ কোটি টাকা)।  বাঁধের নির্মাণকাজ শেষ হলে শুয়াংলিয়ানখো জলবিদ্যুৎ কেন্দ্র ২০ গিগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।

২০৩০ সাল নাগাদ অজৈব জ্বালানি ২০ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীনা সরকার। এ জন্য তারা ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে বেশ কয়েকটি বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিল।

তবে ব্রহ্মপুত্রের উজানে তিনটি বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে বিতর্ক শুরু হওয়ায় এ কাজের গতি কমে গেছে। ইয়াংসি নদীর তীরবর্তী জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যেই ওই তিনটি বাঁধা তৈরির প্রকল্প হাতে নিয়েছে। তবে তাতু নদীর ওপরের বাঁধটি ওই তিন বাঁধের থেকেও উঁচু হবে।

একই সঙ্গে চীন সরকার ২০১৫ সালের ২৯০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়া ইউনান প্রদেশের নু নদীর ওপর আরেকটি বাঁধ নির্মাণের কাজ শিগগিরই শুরু করা হবে বলে সরকার জানিয়েছে।

বিশ্বের উচু বাধগুলোর বেশিরভাগই চীনে অবস্থিত। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ বাঁধ ৩০৫ মিটার উচু জিনপিং-১ বাঁধটিও চীনে অবস্থিত। এছাড়া চীনে রয়েছে আরো ৮৫,০০০ জলবিদ্যুৎ কেন্দ্র। সাম্প্রতিক সময়ে চীনে বাঁধ তৈরির জন্য লাখ লাখ লোককে অন্যত্র সরিয়ে দেয়া হয়। খুব কম ক্ষেত্রেই তারা ক্ষতিপূরণ পান।

পরিবেশবিদরা বলছেন, বাঁধ তৈরির ফলে চীনে মাছের মজুদ ও জলজ প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে।

সূত্র : এএফপি, গার্ডিয়ান

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *