Connect with us

দেশজুড়ে

রংপুরে নাশকতায় : অভিযুক্ত ৩ হাজার ১৭৮ জন

Published

on

file (1)

রংপুর অফিস: রংপুরে বিভিন্ন সময়ে নাশকতার ৯২টি মামলায় তিনহাজার ১৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ, যাদের দুজন ছাড়া সবাই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী।

বৃহস্পতিবার রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, “চলতি বছরের পয়লা জুন থেকে ২০ জুলাই পর্যন্ত এসব অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ৫ জানুয়ারি পরপর অবরোধ-হরতাল, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা ও  অগ্নিসংযোগ করা হয়। এছাড়া যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির নেতাকর্মীরা মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ ও রংপুর সদরে ব্যাপক নাশকতা চালায়।২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি পীরগাছা উপজেলায় পিটিয়ে হত্যা করা হয় পুলিশ কনস্টেবল মোজাহার আলীকে। মিঠাপুকুর উপজেলায় বাসে পেট্রোল বোমা হামলায় ছয় যাত্রী নিহত ও ৩০ জন দগ্ধ হয়।”

এসব ঘটনায় ৯২টি মামলার তিনহাজার ১৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় বলে জানান পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।

তিনি আরও জানান, এসব আসামির মধ্যে তিন হাজার ১৭৬ জনই জামায়াত-শিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, যাদের মধ্যে ৩৫০ জন কারাগারে এবং অন্যরা আত্মগোপনে রয়েছেন।

বাংলাদেশেরপএ/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *