Connect with us

খেলাধুলা

চট্টগ্রামে বৃষ্টির কারণে শুরু হয়নি চতুর্থ দিনের খেলা

Published

on

file (2)

বিশ্বের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো এগিয়ে টাইগাররা কিন্তু আবহাওয়ার পূর্বাভাষ আগেই জানিয়েছে, আজ শুক্রবার চট্টগ্রামে ভারি বৃষ্টিপাত হবে। সেই সাথে জানানো হয়েছে বিদ্যুৎ চমকের কথা। সেই পূর্বাভাসই সত্য হলো। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বৃষ্টির তাণ্ডব। বাড়ছে বই কমছে না। আর সে কারণে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুই হতে পারেনি। কখন বৃষ্টি থামবে, কখন খেলা শুরু হবে তা পুরোপুরি আবহাওয়ার হাতে। কভারে ঢাকা পিচ ও মাঠ। তার ওপরও ভারি হয়ে জমে আছে কিছু পানি।
গতকাল বিকেলেও বৃষ্টি ও আলোর স্বল্পতায় নির্ধারিত সময়ের আগে শেষ হয় খেলা। প্রথম দিনেও ঘটেছিল একই ঘটনা। বিশ্বের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো এগিয়ে টাইগাররা। প্রথম ইনিংসে টাইগাররা লিড নিয়েছিল ৭৮ রানের। এখনো লিড আছে ১৭ রানের। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তৃতীয় দিন শেষ করে কোনো উইকেট না হারিয়ে তোলে ৬১ রান। ডিন এলগার ২৮ ও ফন জিল ৩৩ রানের অপরাজিত। এর আগে প্রথম ইনিংসে প্রোটিয়াদের ২৪৮ রানে গুঁড়িয়ে দেয় টাইগাররা। পরে স্বাগতিকরা প্রথম ইনিংসে ৩২৬ রান করে অল আউট হয়।

বাংলাদেশেরপএ/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *