Connect with us

কুড়িগ্রাম

উলিপুরে ভোটার হালনাগাদ করণের কাগজপত্রসহ মোটর সাইকেল ছিনতাই

Published

on

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহকারি এক স্কুল শিক্ষকের দিনে-দুপুরে মোটরসাইকেলসহ কাগজপত্র ও টাকা ছিনতাই করে নিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় আহত ঐ শিক্ষককে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শনিবার উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর উত্তর এলাকার ভোটার তালিকা হালনাগাদ করনের কাজে নিয়োগপ্রাপ্ত হোকডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এরশাদুন্নবী তথ্য সংগ্রহের কাজ করে দুপুরে খাবার জন্য বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কিশোরপুর স্কুল সংলগ্ন মোড়ে পৌঁছিলে পূর্ব শত্রুতার জেরে ওৎ পেতে থাকা মাহবুব(৩৩), আব্দুর রহমান(৪৮), রেজাউল হক(২৫), আব্দুস সালাম(৩৫)সহ অপরিচিত ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল তার পথরোধ করে। এসময় তাকে মারপিটে আহত করে একটি বাজাজ ১০০সি.সি. ডিসকভার মোটরসাইকেল, হালনাগাদ করনের কাজে ব্যবহৃত সকল কাগজপত্র ও তার পকেটে থাকা ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।

উলিপুর থানার কর্তব্যরত এসআই সঞ্জয় কুমার সাহা জানান, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কিনা ? তদন্ত করলেই জানা যাবে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *