Connect with us

রাজনীতি

ছাত্রলীগের নতুন নেতৃত্বে সোহাগ-জাকির

Published

on

ছাত্রলীগের নতুন সভাপতি সোহাগ, সম্পাদক জাকির

নিজস্ব প্রতিনিধি : ছাত্রলীগের নতুন সভাপতির পদে সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের প্যানেল গতকাল নির্ধারিত হয়েছিল। এখন পর্যন্ত নতুন কোনো প্যানেল নির্ধারিত হয়নি। রোববার সকালে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের কথা থাকলেও এখন পর্যন্ত ভোট শুরু হয়নি। নতুন প্যানেল নির্ধারিত না হওয়ায় সোহাগ-জাকির প্যানেলকেই চূড়ান্ত করেছেন কেন্দ্রীয় অনেক নেতা।

সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো ভোট শুরু হয়নি। সকাল থেকেই ইনস্টিটিউশনের সামনে ছাত্রলীগ নেতারা সোহাগ-জাকির পরিষদ বলে স্লোগান দিচ্ছেন।

ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৮তম জাতীয় সম্মেলন চলছে। সংগঠনটির বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও প্রাক্তন সভাপতি লিয়াকত শিকদারসহ প্রাক্তন কয়েকজন নেতা মিলে প্রার্থীদের মধ্য থেকে এরই মধ্যে ঠিক করেছেন তাদের প্যানেল।

তাদের মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন ছাত্রলীগের বর্তমান কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ ও সহ-সম্পাদক জাকির হোসেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *