Connect with us

দেশজুড়ে

রংপুর বিভাগের শ্রেষ্ট পুলিশ পদক প্রদান

Published

on

file (1)
 আমিরুল ইসলাম,রংপুর : রংপুর বিভাগে জঙ্গিবাদ এবং নাশকতা রোধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহন করার নির্দ্দেশ দেয়া হয়েছে। সেই সাথে বেআইনী অস্ত্র উদ্ধার এবং মাদক দ্রব্য বিক্রি প্রতিরোধ সহ আইন শৃংখলা নিয়ন্ত্রনে কার্যকর ব্যবস্থা গ্রহনে ব্যার্থ হলে দায়িদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহনের হুশিয়ারী দিয়েছেন রংপুর রেজ্ঞের পুলিশের ডিআইজি হুমায়ুন কবীর।

তিনি গতরোববার সকালে রংপুরে ডিআইজি কার্যালয়ে আইন শৃংখলা নিয়ন্ত্রনে গুরুত্বপুর্ন ভুমিকা পালনকারী পুলিশ সদস্যদের মাঝে পদক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে রংপুর জেলার পুলিশ সুপার আব্দুর রাজ্জাককে শ্রেষ্ট পুলিশ সুপার কোতয়ালী থানার ওসি কাদের জিলানীকে ৫ম বারের মতো আইন শৃংখলা নিয়ন্ত্রনে অসামান্য অবদানের জন্য পদক প্রদান সহ রংপুর বিভাগের ১১ পুলিশ সদস্যের মাঝে পদক বিতরন করেন।

এরা হলেন শ্রেষ্ঠ সার্কেল লালমনিরহাট জেলার সহকারী পুলিশ সুপার আদিবুল ইসলাম , শ্রেষ্ঠ ডিএসবি অফিসার হিসেবে পঞ্চগড় জেলার পুলিশ পরিদর্শক মাসুদ রানা, শ্রেষ্ঠ কোর্ট অফিসার লালমনিরহাট সদর কোর্টের পুলিশ পরিদর্শক এবিএম রেজাউল করিম , শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে পদক পেয়েছেন ঠাকুরগাও সদর থানার এসআই গোলাম মর্তুজা, শ্রেষ্ঠ উদ্ধারকারী লালমনিরহাট সদর থানার এসআই আব্দুল কুদ্দুস , চৌকস এস আই ঠাকুরগাও সদর থানার এস আই নুরল ইসলাম , শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার লালমনিরহাট জেলার পাটগ্রামের পুলিশসার্জেন্ট মজ্ঞুর হোসেন , চৌকস এএসঅআই গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার আব্দুর রউফ এবং শ্রেষ্ঠ পুলিশ কনষ্টবল হিসেবে পদক পেয়েছেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ময়েজ উদ্দিন খন্দকার।

পদক বিতরনী অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপার সহ উর্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *