Connect with us

দেশজুড়ে

নড়াইলে ইভটিজিং ও বাল্যবিয়ে নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

Published

on

79008

উজ্জ্বল রায়, নড়াইল :  ইভটিজিং, বাল্যবিবাহ, নারীপাচার সম্পর্কে নারী শিক্ষার্থীদের সচেতন করার লক্ষে নড়াইলের পুলিশ সুপার নারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে কলেজ হলরুমে দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের তিন শতাধিক শিক্ষার্থীকে ইভটিজিং,বাল্যবিবাহ, নারীপাচার সম্পর্কে সচেতন করার লক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। সচেতনতা সৃষ্টিমূলক এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্য তরফদার কামরুল ইসলাম, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক উজ্জ্বল রায়, অনলাইন মিডিয়ার সাংবাদিক মোঃ হিমেল মোল্যাসহ আরো অনেকে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম শিার্থীদের উদ্দেশে বলেন, নারীদের সুরার জন্যে সরকার যুগোপযোগী আইন করেছে। ইভটিজিং, বাল্যবিবাহ, নারীপাচার সমাজের জন্য বড় একটি অপরাধ ও রোগ। বন্ধু বাছাইয়েও সকল শিার্থীকে সচেতনভাবে চলাফেরা করার পরামর্শ দেন তিনি। কোন শিার্থী ইভটিজিংয়ের শিকার হলে সাথে সাথে পুলিশ প্রশাসনকে অবহিত করার জন্যে বলেন পুলিশ সুপার। বাল্যবিবাহতে নিরুৎসাহিত এবং প্রতিহত করার জন্যে শিার্থীদের ভূমিকা রাখার জন্য বলেন তিনি। তিনি আরো বলেন, সমাজের এক শ্রেণির লোক চাকরির প্রলোভন দিয়ে নারীপাচার করে থাকে । তাই খোঁজ-খবর না নিয়ে ভুলপথে এগিয়ে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে না ফেলতে পরামর্শ দেন তিনি। সূত্র জানায়, ইভটিজিং, বাল্যবিবাহ, নারীপাচার সম্পর্কে নারী শিার্থীদের সচেতন করার ল্েয নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জেলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানে এ ধরনের সামাজিক কর্মসূচি ব্যক্তিগত উদ্যোগে করছেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *