Connect with us

কুড়িগ্রাম

ঋনসহায়তা দিতে সদ্য বিলুপ্ত ছিটমহল গুলোতে তথ্য যাচাই শুরু করেছে বাংলাদেশ ব্যাংক

Published

on

Kurigram Bangladesh Bank Sitmohol Visit photo- 07.08.15শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি : সদ্য বিলুপ্ত ১১১ টি ছিটমহলের মানুষকে ঋনসহায়তা দিতে তথ্য যাচাই এর কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। শুক্রবার দুপুরে কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কালিরহাট বাজারে ঋন বিতরনের তথ্য যাচাইয়ের ফরম বিতরন করেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহাব্যবস্থাপক খুরশীদ আলম। এসময় বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার উপ-মহাব্যবস্থাপক মোফাজ্জল হোসাইন, রফিকুল ইসলাম ও শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।

পরে ঋন বিতরন সংক্রান্ত ছিটবাসীদের সাথে এক মতবিনিময় সভায় মহাব্যবস্থাপক খুরশীদ আলম জানান, ছিটবাসীদের ঋন গ্রহনে জাতীয় পরিচয় পত্র ও জমির প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও ক্রাস প্রোগ্রাম ও বিশেষ প্রোগ্রামের আওতায় তফসীল ভুক্ত বিভিন্ন ব্যাংক থেকে দ্রুত ঋন প্রদানের সুপারিশ করা হবে। সদ্য বিলুপ্ত ছিটমহল গুলোতে ঋন বিতরনে প্রাথমিক পর্যায়ে ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের গুরুত্ব দেয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকে আলাদা ঋন কার্যক্রম প্রস্তাব পাঠানো হবে। পেশা অনুযায়ী ঋনের ব্যবস্থা করা হবে। ঋন সহায়তা পেতে ছিটবাসীদের নিকটবর্তী বিভিন্ন তফসীলী ব্যাংকে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেয়া হয়েছে। তথ্য যাচাইয়ের পর আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারনী বৈঠকে ছিটবাসীদের জীবন-মান উন্নয়নে ঋন সহায়তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *