Connect with us

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী হামলায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১০

Published

on

Panjab Boma Hamla

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বোমা হামলায় প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল (অব.) সুজা খানজাদাসহ ১০ জন নিহত হয়েছেন।হামলায় ভবনটির ছাদ ধসে পড়ে এবং জানালাগুলো আশেপাশের বাড়িঘরে ছিটকে পড়ে। ধ্বংসস্তূপের ভেতরে এখনো অর্ধশতাধিক লোক আটকা রয়েছেন বলে জানা গেছে। রবিবার দুপুরে পাঞ্জাবের আটক জেলায় শাদি খান গ্রামে খানজাদার রাজনৈতিক কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
খানজাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ড. সৈয়দ এলাহি।

তিনি সংবাদমাধ্যমকে জানান, বিস্ফোরণে বিধ্বস্ত ভবন থেকে খানজাদার মরদেহ উদ্ধার করে আটক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদসংস্থা ‘ডন’ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-জাংভি হামলার দায় স্বীকার করে নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, হামলার সময় সুজা অফিসেই ছিলেন।

এ ঘটনায় খানজাদা ছাড়া আরও আটজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহতদের মধ্যে পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) হাজরো সৈয়দ শওকত শাহও রয়েছেন।

এছাড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে ১০ পুলিশ সদস্যসহ অর্ধ শতাধিক লোক এখনও চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কোনো কোনো প্রত্যক্ষদর্শী এটাকে আত্মঘাতী হামলা বলে জানিয়েছেন। পাঞ্জাব প্রদেশকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শক্ত ঘাঁটি বলে গণ্য করা হয়। গত বছরের অক্টোবরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর সুজা খানজাদা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছেন। সূত্র : ডন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *