Connect with us

জাতীয়

গাজীপুর সিটি মেয়র পদ থেকে এমএ মান্নান বরখাস্ত

Published

on

গাজীপুর সিটি মেয়র পদ থেকে এমএ মান্নান বরখাস্তগাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়েছে।

ওই মন্ত্রণালয়ের সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের ২০০৯ (২০০৯ সালের ৬০ নং আইন) ধারা ১২ এর উপ-ধারা (১) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারী মামলায় অভিযোগ পত্র আদালত গ্রহণ করলে তাকে সাময়িক বরখাস্তের বিধান রয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানার ১০৪ (১২)/১৪ এবং জি আর ১৫৭১/১৪ নং মামলার অভিযোগ পত্র গত ১২ মে আদালত কর্তৃক গৃহিত হওয়ায় রাষ্ট্রপতির আদেশ ক্রমে তাকে সাময়িক বরখাস্ত করা হল।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারী সচিব নেজামুল হক জানান, দুপুর দুইটিার দিকে ই মেইলে মাধ্যমে তিনি এ সংক্রান্ত প্রজ্ঞাপন হাতে পেয়েছেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *