Connect with us

গাইবান্ধা

গাইবান্ধা সদর থানার ওসি ক্লোজড

Published

on

গাইবান্ধা প্রতিনিধি।। আদালতের তিন কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমানকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা রেঞ্জে ক্লোজ করা হয়েছে।

গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন শুক্রবার জানান, গত ২ জুলাই সোনালী ব্যাংক গাইবান্ধা শাখায় বেতনের টাকা তুলতে আসেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের তিন কর্মচারী। সেখানে আদালতের ওই তিন কর্মচারীর সঙ্গে অন্য গ্রাহকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে গিয়ে পুলিশের সঙ্গে ওই কর্মচারীর হাতাহাতির ঘটনা ঘটে।

ফারুক হোসেন ‍আরও জানান, এ ঘটনা তদন্তে ঘটনার দিনেই তিন সদস্যের কমিটি গঠন করে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনকে আহবায়ক, সহকারী পুলিশ সুপার ফখরুদ্দিন জুয়েল ও জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহবুব-উল-আলমকে সদস্য করে এ কমিটি গঠিত হয়। কমিটি গত ৫ জুলাই পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এছাড়া ঘটনার দিনেই আট পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এই ঘটনায় বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে ওসিকে ঢাকা সদর দফতরে প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *