Connect with us

লাইফস্টাইল

ত্বকের যত্নে মসুর ডাল

Published

on

Moshur dalহাতের কাছের সহজলভ্য সব জিনিস ব্যবহার করেই আপনি হয়ে উঠতে পারেন অনন্য সুন্দর। যেমন, মসুর ডালের প্যাক লাগিয়ে আপনি হতে পারেন ফর্সা, কোমল ও সুন্দর ত্বকের অধিকারী। দীর্ঘদিন যদি নিয়ম মেনে মুখে মসুরের ডালের প্যাক লাগান তাহলে সহজেই আপনার মুখের কালো ছাপ দূর হয়ে যাবে।

১. রাতে মসুর ডাল দুধের মধ্যে ভিজিয়ে রাখুন। সকাল বেলায় মসুরের ডাল পিষে তার মধ্যে মধু এবং দই মিশিযে মুখে লাগান। এতে আপনার ত্বক সতেজ হবে।

২. মুখে বা পিঠে দাগ হয় মসুরের ডালের মধ্যে চালের পেস্ট মিশিয়ে তার মধ্যে চন্দন গুঁড়ো, মুলতানি মাটি, কমলা লেবুর শুকনো খোসা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর মধ্যে দুই চামচ শসার রসও মেশাতে পারেন। মুখে এবং শরীরের নানা স্থানে ওই পেস্ট লাগান। শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে ফেলুন।

৩. মসুর ডাল গুঁড়ো করে তার মধ্যে ডিমের হলুদ অংশটা মেশান। রোদের মধ্যে এই পেস্ট শুকিয়ে শিশির মধ্যে ভরে রেখে দিন। প্রতিদিন রাতে শোয়ার আগে দুই ফোঁটা লেবুর রসের সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে মুখে লাগান। আধ ঘণ্টা রাখার পরে মুখটা ধুয়ে ফেলুন। এতে আপনার মুখের রং ফর্সা হয়ে যাবে

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *