Connect with us

আন্তর্জাতিক

টানা তৃতীয় দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন জন কি

Published

on

89834e19357145a189d08db7aa1e5841-3a8bbe05535f42ef866eecb928ac9499-0নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি (এনএনপি) জয়লাভ করেছে। এর মাধ্যমে টানা তৃতীয় দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন জন কি। নির্বাচনে পরাজয় স্বীকার করেছে প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি।

দেশটির জাতীয় নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, প্রায় ১০০ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, প্রধানমন্ত্রীর দল এনএনপি পেয়েছে ৪৮ শতাংশ ভোট, আর প্রধান বিরোধী দল লেবার পার্টি পেয়েছে ২৫ শতাংশ ভোট। এছাড়া, পরিবেশবাদী গ্রিন পার্টি পেয়েছে ১০ শতাংশ ভোট।

এ ফলাফল মেনে নিয়ে লেবার পার্টির নেতা ডেভিড কানলিফ প্রধানমন্ত্রী কি’র উদ্দেশে বলেন, এ ফলাফলের জন্য আমি মিস্টার কি কে অভিনন্দন জানাই এবং তার তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে শুভকামনা জানাই।

দারুণ এ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জন কি বলেছেন, আমি পরমানন্দিত এবং দারুণ একট‍া রাত কাটছে আমার।

৩৫ লাখ জনগণের ভোটে ক্ষমতাসীন এনএনপি মোট ১২০টি সংসদীয় আসনের মধ্যে ৬১ আসনে প্রতিনিধিত্ব করছে। আর লেবার পার্টি প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছে ৩২ আসনে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *