Connect with us

বিনোদন

‘রানা প্লাজা’ চলচ্চিত্রে নিষেধাজ্ঞা স্থগিত

Published

on

Rana palazaবিনোদন ডেস্ক : চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা আপিল বিভাগে স্থগিত হয়ে গেছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ রবিবার এ আদেশ দেয়। এর ফলে ‘রানা প্লাজা’ চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শন ও সম্প্রচারে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন প্রযোজক শামীমা আক্তারের আইনজীবী এ এম আমিন উদ্দিন।

আপিল বিভাগে প্রয়োজকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এ এম আমিন উদ্দিন ও বি এম ইলিয়াস কচি। সঙ্গে ছিলেন শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম ও হাইকোর্ট রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

রানা প্লাজার পরিচালক নজরুল ইসলাম খান বলেন, সেন্সর বোর্ড আটকে দেয়ায় আমরা হাইকোর্টের রায়ে পেয়ে আমরা সেন্সর ছাড়পত্র পেয়েছিলাম। সেই মোতাবেক মুক্তির দিনক্ষণও চূড়ান্ত হয়। কিন্তু পরে আরেক রিটের প্রেক্ষাপটে হাইকোর্ট ৬ মাসের নিষেধাজ্ঞা দেয়। সেই নিষেধাজ্ঞার বিপক্ষে সুপ্রিম কোর্টে আপিল করেছিলাম আমরা। সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা স্থগিত করে হাইকোর্টের প্রথম রায় বহাল রেখেছে। ছবিটি প্রদর্শনে আর বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, এখন সবাই মিলে বসে একটি সুন্দর দিন দেখে আমরা ছবিটি মুক্তি দেব ইনশাআল্লাহ। ৪ সেপ্টেম্বর রানা প্লাজা মুক্তির দিন ধার্য ছিল। সেই মোতাবেক প্রচারণাও হয়েছিল। কিন্তু ২৪ আগস্ট হাইকোর্ট নিষেধাজ্ঞা দেবার পর অনেক জায়গা থেকেই ছবিটির পোস্টার সরিয়ে ফেলা হয়।

সাভারের রানা প্লাজা ধ্বস এবং ১৭ দিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া পোশাক শ্রমিক রেশমাকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে একটি বাণিজ্যিক ধারার প্রেমের সিনেমা এই ‘রানা প্লাজা’।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *