Connect with us

জাতীয়

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা না রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর

Published

on

ড়ম

নিজস্ব প্রতিনিধি: প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের কোনো ধরনের ভর্তি পরীক্ষা না রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রথম শ্রেণিতেই শিক্ষার্থীদের ওপর বই আর পড়ার বোঝা চাপিয়ে দেয়া যাবে না। কারণ এতে শিক্ষার প্রতি শিক্ষার্থীদের অনীহা সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘স্কুলে ভর্তি হওয়া শিশুদের অধিকার। একটি নির্দিষ্ট বয়স হয়ে গেলে শিশুরা স্কুলে ভর্তি হয়ে যাবে। তাদের ভর্তি পরীক্ষা নেওয়ার কোনও যৌক্তিকতা নেই।’

স্কুলে ভর্তি পরীক্ষার সমালোচনা তিনি আরও বলেন, ‘আমি বুঝি না ক্লাস ওয়ানে ভর্তি হতে শিশুকে কেন পরীক্ষা দিতে হবে। শিশুকে যদি লিখতে-পড়তে শিখেই স্কুলে ভর্তি হতে হয় তাহলে স্কুল তাকে কী পড়াবে?’

এ সময় দেশকে নিরক্ষরতামুক্ত ও ১৬ কোটি মানুষকে মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে মানবপুঁজি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, ‘উপানুষ্ঠানিক শিক্ষা আইন-২০১৪ এর আলোকে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ করুন, ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করুন। আপনাদের সকল কাজে সরকারের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতার দ্বার অবারিত থাকবে।’

সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একটি উন্নত, সুখী-সমৃদ্ধ দেশ হবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল, তারা ক্ষমতা কুক্ষিগত করার কাজে ব্যস্ত ছিলো বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *