Connect with us

রাজনীতি

ঢাকায় প্রাইভেট কার কমানোর উদ্যোগে নীতিমালা

Published

on

1428256651

ঢাকা মহানগরীতে যানজট নিরসনে প্রাইভেট কার ব্যবহার সীমিত করার বিষয়টি জাতীয় সমন্বিত বহুমাধ্যমভিত্তিক পরিবহন নীতিমালা-২০১৩ এ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার ১০ ম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সড়কমন্ত্রী জানান, যানজট নিরসনের জন্য ঢাকা মহানগরীতে মেট্রো রেল বা মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) এবং বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হয়েছে। এসব কাজ সমাপ্ত হলে এমনিতে প্রাইভেট কারের ব্যবহার সীমিত হয়ে যাবে। তবে প্রস্তাবিত পরিবহণ আইনে ২০১৫ তে মোটরযানের সিলিং নির্ধারণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সংসদ সদস্যে এনামুল হকের ঢাকা মহানগরীতে দৈনিক কতগুলো গাড়ী রাস্তায় নামে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০১৫ সালের ৩১ আগস্টের তথ্য অনুযায়ী ঢাকা শহরে রেজিস্ট্রেশনকৃত যানবাহনের সংখ্যা ৯ লাখ ২৪ হাজার ৩৯২টি। এর মধ্যে ৩ লাখ ৬৫ হাজার ৩৫০টি মোটর সাইকেল এবং প্রাইভেট কার ২ লাখ ১৬ হাজার ৫৫৫টি।’

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *