Connect with us

দেশজুড়ে

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

Published

on

BD Nodi Bachaw Andolon News 11 09 2015

রংপুর প্রতিনিধি:  বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন “নদী বাচলে দেশ বাচবে” এই শ্লোগানে রংপুর এনজিও ফোরামের আঞ্চলিক সেমিনার কক্ষে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের লালমনিরহাট জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম (কানু) এর সভাপতিত্বে “পঙ্গু-বিকলাঙ্গ ও অটিজম শিক্ষালয় দৌলতপুর-কুষ্টিয়া”র সৌজন্যে উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ন দপ্তর সম্পাদক প্রকৌশলী জেমাম আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন নদী বাঁচাও আন্দোলনের কুষ্টিয়া জেলার সভাপতি বীর প্রতীক ইজাজুল হক খানসহ কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী আমাদের প্রাকৃতিক সম্পদ। তাই নদীকে রক্ষা করা এদেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। এছাড়া নদীমৃত্যু, নদী দখল ইত্যাদির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখারও জন্য আহব্বান জানান তারা। রংপুর বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং নির্ধারিত ব্যক্তিদের কমিটি গঠনের জন্য দায়িত্ব অর্পণ করা হয়।

https://www.youtube.com/watch?v=aObxikVSjls

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *