Connect with us

জাতীয়

মৌলভীবাজারে মহসিন আলীর মরদেহ

Published

on

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ মৌলভীবাজারে পৌঁছেছে। বুধবার দুপুর ১২ টায় মরদেহ বহণকারী হেলিকপ্টার মৌলভীবাজার স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় ছিল।

সেখান থেকে গাড়িতে করে মরদেহ মরহুমের বাড়িতে নিয়ে আসা হয়।

সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ ফ ম ফিরুজ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মালকিন, প্রাক্তন চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, হুইপ মো. সাহাব উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের মিছবাহ্ উদ্দিন সিরাজ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যরা। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য মন্ত্রীর মরদেহ মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে রাখা হবে।

সেখানে বাদ আসর জানাজা শেষে হজরত শাহ মোস্তফা (র.) মাজার সংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মন্ত্রীকে দাফন করা হবে।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের জনগণ। পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সে সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ মন্ত্রিপরিষদের সদস্যরা মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন মহসিন আলী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। গত সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *