Connect with us

দেশজুড়ে

রংপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যেগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published

on

Rangpur Reportas Club News 18 09 2015 (1)

রংপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যেগে জেলা শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ।

রংপুর প্রতিনিধি:  রংপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যেগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। শুক্রবার সকালে প্রতিযোগীতার উদ্বোধন করেন ভাওয়াইয়ার ভিজ্যুয়াল নির্মাতা, নাট্যকার ও অভিনেতা এম এ মজিদ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীবৃন্দ।

 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। বিশেষ অতিথি ছিলেন তানবীর হোসেন আশরাফী। ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম রাজুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।

প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী তিনটি গ্রুপে অংশ নেন। এসময় পুরো শিল্পকলা ভবন প্রতিযোগি ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আগামী ২৭ সেপ্টম্বর রোববার বিকেলে রংপুর শহীদ মিনারে রিপোর্টার্স ক্লাবের ১২তম বর্ষে পদার্পণের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *